এই মুহূর্তে জেলা

ছেলে যেন পাশ করে যায়, জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের।


হুগলি, ৫ নভেম্বর:- ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মন্ডপে এসে কোনদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না। দিদি নম্বর ওয়ানের শুটিং এর জন্য। হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও শরীর খারাপ থাকায় আসতে পারেননি। জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ছেলে যাতে পরীক্ষায় পাশ করে তার আশীর্বাদ চাইলেন রচনা। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে।

পাশাপাশি তিনি বলেন, যে মানুষগুলো আমার উপর আস্থা রাখে, যারা আমাকে ভোট দিয়ে আমার উপর ভরসা রেখে জিতিয়েছে, সেই মানুষ গুলোর পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। তাই পান্ডুয়াতে আমি উপস্থিত হয়েছি। জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে হুগলীর সাংসদ বলেন, আগে জগদ্ধাত্রী পুজো চন্দননগর বা আশেপাশে এলাকার মধ্যে সীমিত ছিল কিন্তু এখন রাজ্যের সর্বত্রই জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা বেশ জনপ্রিয় হয়েছে। কলকাতাতেও প্রচুর পুজো হচ্ছে।আগে কোনদিনও চন্দননগরে আসা হয়নি তবে এবার একটু বেশি আসা হবে যেহেতু আমি সাংসদ।