হাওড়া, ৫ জানুয়ারি:- এদিন সিপিআইএম পক্ষ থেকে কান্দুয়া পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচি ছিল এই ডেপুটেশন কর্মসূচিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য চলছিল। কান্দোয়া পঞ্চায়েতে সিপিআইএম দলের প্রতিনিধিরা ডেপুটেশন দিতে যান তাদের প্রধান দাবি ছিল সব গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে হবে, এবং এই প্রসঙ্গে প্রধান এর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ব্যানার দলীয় পতাকা নিয়ে কর্মী এবং মহিলারা রাস্তায় নেমে পড়ে যার জেরে যানজটের সৃষ্টি হয়।
প্রায় দশ মিনিটের উপর রাস্তা অবরোধ থাকে তড়িঘড়ি ছুটে আসে সাকরাইল থানার প্রশাসন। তারপর রাস্তা অবরোধ তুলে নেন। আগামী দিনে আবাস যোজনা জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।