এই মুহূর্তে জেলা

১৫৫ তম জন্ম দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের।


উঃ২৪পরগনা, ৫ নভেম্বর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আমাদের আদর্শ। বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে সেইসব স্মরণীয় বরনীয় মনীষিদের। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হল। অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে আইনজীবী স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কথা গুলি বলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। পুরপ্রধান জানান শহরে যতগুলো ঋষি মনীষিদের আবক্ষ মূর্তি রয়েছে তাদের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে কে মাইকেল মধুসূদন দত্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। দেশবন্ধু চিত্তরঞ্জন মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর এরা আমাদের আদর্শ। আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ব্যবস্থা তৈরি করার পিছনে আমরা কারিগর হিসেবে কাজ করি তাহলে সমাজ অনেকটা সফলতা পাবে। সবাই ভালো থাকবে। কিন্তু একটা মূর্তির সামনে যখন তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করছি আরো দশজন মানুষ উপস্থিত থেকে কিছুটা হলেও অবগত হবেন। সেইজন্য অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে তার মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুরসভার হেডক্লার্ক দেব প্রসাদ রাহা, স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব তপন দে সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।