এই মুহূর্তে জেলা

৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে, কেক কেটে বিরাট কোহলির জন্মদিন পালিত হাওড়ায়।


হাওড়া, ৫ নভেম্বর:- প্রায় ৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে তাতে মালা পরিয়ে দুধ দিয়ে অভিষিক্ত করে বিরাট কোহলির ৩৬তম জন্মদিন পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরাট ভক্তরা। মঙ্গলবার হাওড়ার সাঁত্রাগাছি নতুন বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা। সংগঠনের সদস্যদের দাবি, গোটা ভারতবর্ষে কোথাও এভাবে ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালন হয়নি।

তাঁরা জানান, বর্তমান যুব সমাজ মুঠোফোনের গেমে মগ্ন। মাঠে খেলাধূলা অনেকেই করে না। তাই গোটা বিশ্বের ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালিত হল এই ভাবেই যাতে সবাই মাঠমুখী হয়।