হুগলি, ১৯ নভেম্বর:- ষষ্ঠীর সন্ধায় চন্দননগরে জগদ্ধাত্রী মন্ডপে আগুন। মানকুন্ডু স্টেশন রোড পোস্ট অফিস গোলিতে আমরা সবাই ক্লাবের পুজো মন্ডপে হঠাৎ আগুন লেগে যায় এদিন সন্ধায়। কাছেই ছিল পুলিশ এসিস্ট্যান্ট বুথ সেখান থেকে পুলিশ ছুটে আসে।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।মন্ডপ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুনে ক্ষতি হয় মন্ডপের। চালচিত্র পুরে গেলেও অল্পের জন্য রক্ষা পায় প্রতিমা। খবর পেয়ে ছুটে আসেন চন্দননগর পুলিশ কমিশনার। প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।