হাওড়া, ২০ নভেম্বর:- ছট পুজোর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়া শিবপুরের ফোরশোর রোডের বিজয় জুটমিলে। ভোরে মিলের ভিতর থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে।
দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ চলছে। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে পাটের গোডাউনে কি থেকে আগুন লাগল সে বিষয়ে মিল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। তবে এই কারখানায় বারবার কেন আগুন লাগছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এই জুটমিলে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলনা বলেও অভিযোগ।