এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় তারাপীঠে পুজো দিলেন সুজাতা মন্ডল।

বীরভূম , ১২ মার্চ:- বিজেপি নেতাদের সু-বুদ্ধি সম্পন্ন হোক তারাপীঠে কটাক্ষ সুজাতার ।বৃহষ্পতিবার মহাশিবরাত্রির পর মধ্যরাত্রে অমাবস্যা তিথিতে তারাপীঠে পূজো দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল।বুধবার নন্দীগ্রামে আক্রান্ত হন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। তার দ্রুত সুস্থ কামনা জন্য, এদিন বীরভূমের তারাপীঠের পুজো দিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল । এছাড়া সারা রাত জুড়ে মহাহোমযজ্ঞা চলবে হোমতারাপীঠ মহাশ্মশানে বলে তিনি জানান। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির নেতাদের সুবুদ্ধি সম্পন্ন হোকহোক এবং নাম না করে দীলিপ ঘোষকে হুশিয়ারি দিলেন।