প্রদীপ বসু, ১২ জুন:- সোমবার থেকে ডেঙ্গি পর্যবেক্ষণ সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করল চাঁপদানি পৌরসভা। এই উপলক্ষে শুভ উদবোধনের মাধ্যমে পৌরসভার বার্তা হলে এক আলোচনা সভার আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার, সি আই সি কাউন্সিলার সহ আশা কর্মীরা। চাপদানিতে ডেঙ্গির প্রভাব না পড়লেও কি ভাবে ডেঙ্গির মশাকে দমন করা যায়।
ডেঙ্গি প্রতিরোধে কি কি উপায় অবলম্বন করা যায় সে ব্যাপারে বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিগণ। পৌরপ্রধান এক সাক্ষাতকারে জানান ডেঙ্গী দমন করে চাপদানি পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। মুখ্যমন্ত্রীর বিশেষ পরিষেবা দেওয়ার জন্য তাকে সেরার সেরা মুখ্যমন্ত্রী বলে আখ্যা দেন সুরেশ মিশ্র। এরপর হাতে প্লাকার্ড নিয়ে সকলে এক র্যালির আয়োজন করে। এই র্যালি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে এংগাস মোড়ে শেষ হয়।