হুগলি, ১৯ নভেম্বর:- বিশ্বকাপের উন্মাদনায় ফুটছে আপামর ভারতবাসী। ২০ বছর পর অস্ট্রোলিয়াকে ফাইনালের মঞ্চে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ের আশায় বুক বেঁধেছে ভারতীয়রা। টিম ইন্ডিয়ার শুভ কামনায় দুর্গা মন্দিরে রীতিমতো হোম যজ্ঞের আয়োজন করল চুঁচুড়া বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা।
রবিবার সকালে এলাকার কচিকাঁচাদের উপস্থিতিতে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা হাতে রোহিত-বিরাট-শামিদের জন্য প্রার্থনা করেন সকালে। পুজোপাঠের অন্যতম উদ্যোক্তা জয়দেব অধিকারী বলেন, “আজ সারাদিন পাড়া পড়শিরা মন্দির প্রাঙ্গণেই কাটাবো। একসাথে খাওয়াদাওয়ার পর দুপুর থেকে সকলে মিলে টিম ইন্ডিয়ার জন্য গলা ফোটাবো।