হুগলি, ৯ আগস্ট:- দুর্ভাগ্যজনক ঘটনা, মৃতদেহ পড়ে রয়েছে তার রক্ত চেটে খাচ্ছে পথপুকুরে। কাল চন্দননগরের একটি মাল্টিপ্লেক্স এ লিফটের কাজ চলাকালীন তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শেখ তাজমুল। শেখ তাজমুল এর বাড়ি পশ্চিম মেদিনীপুর বলেই জানা যাচ্ছে। হুগলির চন্দননগরের বড় বাজারে একটি মাল্টিপ্লেক্সেই ঘটনাটি ঘটে। ঠিকাদার সংস্থার সুপারভাইজার সুবল সরদার বলেন ওই মাল্টিপ্লেক্সের লিফ্ট বসানোর কাজ চলছিল। সেই সময়ই ওখান থেকে পা পিছলে নিচে পড়ে যান তাজমুল। নিচে একটি লোহার পাইপ পড়ে থাকায় সেই পাইপটি মাথায় সজোরে লাগে।
তড়িঘড়ি দেরি না করে চন্দনগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাজমুলকে মৃত বলে ঘোষণা করে। সেখানেই ফেলে রাখা হয় তাজমূলের মৃতদেহ। কিন্তু একি, মৃতদেহর মাথা ফেটে যাওয়ার কারণে স্ট্রেচার চুইয়ে পড়ছিল রক্ত, আর সেই রক্ত চেটে খাচ্ছে পথ কুকুর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। সাধারণ মানুষের প্রশ্ন একটাই ইমারজেন্সির মধ্যে কুকুর কোথা থেকে এলো, অন্যদিকে সি এম ও এইচ রমা ভূঁইয়া জানান এখনো বিষয়টা জানি না, বিষয়টা জেনে আমি দেখব।