এই মুহূর্তে জেলা

হুগলির বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠন।

হুগলি, ৯ আগস্ট:- বুধবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে রিষড়া, কানাইপুর, রাজ্যধরপুর সহ সিঙ্গুর ব্লকের ১০, বলাগড়ে ৫, ধনেখালি ৮, পোলবা দাদপুর ব্লকে ৪, হরিপালে ৬ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। তবে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বাছাইয়ের ক্ষেত্রে নতুন ও পুরনো মুখের ভারসাম্য বজায় রাখার ধারাবাহিকতা চোখে পড়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হলেও বিরোধী বিজেপি ও সিপিএম বোর্ড গঠনে গড়হাজির থাকায় সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল।

দলের নির্দেশ মেনে প্রথম ধাপে বোর্ড গঠনের প্রক্রিয়ায় তাল কেটেছে বলাগড় ব্লক। সোমড়া, গুপ্তিপাড়ায় ভোটাভুটি তে দলের অফিসিয়াল প্রধান, উপপ্রধানেরা জয়ী হলেও চরকৃষ্ণবাটিতে অফিসিয়াল প্রধান পরাস্ত হন। সেখানে তৃণমূলের অন্য জয়ী প্রার্থী প্রধান হয়েছেন।