ভাঙড়, ১৪ জুন:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে গত তিনদিন ধরেই অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। এই সংঘর্ষের জন্য শাসক দল ও পুলিশকে দায়ী করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পাল্টা তোপ দাগছে তৃণমূলব। এইসব চাপানউতোরের মাঝেই বুধাবর দুপুরে আচমকা নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে যান নওশাদ। যদিও আগাম অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর স্বাক্ষাত হয় নি। নবান্নের গেট থেকেই ফিরে আসতে হয় নওশাদকে।
পরে সাংবাদিকদের নওশাদ বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা। জনপ্রতিনিধি হিসাবে ভাঙড়ের সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাই নবান্নে দেখা করতে গিয়েছিলেন তিনি। নওশাদের কথায়, “পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে যেভাবে অশান্তি তৈরি হয়েছে, তার একটা সুরাহা চেয়ে আমি নবান্নে এসেছিলাম। রাজ্যের অভিভাবিকার কাছে এসেছিলাম। আমার ধারণা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে যেভাবে ভাঙড় সহ একাধিক জায়গায় বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, তা রাজ্যের অভিভাবিকার কাছে জানানো উচিত। ভাঙড়ে আমাদের দলীয় কর্মীদের মারধর করা হয়েছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। পরিস্থিতি অগ্নিগর্ভ।”