এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ডেপুটেশনের নামে গুন্ডামীর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

প্রদীপ বসু, ১৪ জুন:- উত্তরপাড়া পুরসভায় ডেপুটেশন দেওয়ার নামে গুন্ডামি বিজেপি দলের। পুরপ্রধান ও পুরপ্রতিনিধির সাথে বচসায় জড়িয়ে পড়লো বিজেপি দলের নেতা কর্মীরা।এদিন বিভিন্ন দাবী নিয়ে উত্তরপাড়া পুরসভায় ডেপুটেশন জমা দিতে যায় বিজেপির প্রতিনিধিদল। এরপর ডেপুটেশন জমা দিতে যায় পুরপ্রধান দিলীপ যাদবের ঘরে। সেখানেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই ঝামেলা শুরু করে বিজেপি। বচসায় জড়িয়ে পড়ে পুরপ্রতিনিধি ও পুরপ্রধানের সাথে। পুরপ্রধান ও পুরপ্রতিনিধি সন্দীপ দাসের বিরুদ্ধে অকথ্য ভাষা প্রয়োগ করে বিজেপি এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুরপ্রধান বার বার বিজেপি প্রতিনিধি দলকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ডেপুটেশন দেওয়ার নামে জড়িয়ে পরে বচসায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর পুরসভার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। এই বিষয়ে পুরপ্রধান দিলীপ যাদব বলেন ডেপুটেশন দেওয়ার বা অভিযোগ জানানোর একটা নিয়ম নীতি আছে। যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সেটা জানালে অবশ্যই সেটা দেখে ব্যাবস্থা নেওয়া হবে। কিন্তু সেটা বিজেপি দল জানেনা।বিজেপি শুধু সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য এসব কান্ড করে। আর কেউ একটা প্রশাসনিক জায়গায় এসে কুকথা বলবে এটা মেনে নেওয়া যায়না। এই বিষয়ে পুরপ্রতিনিধি সন্দীপ দাস বলেন বিজেপি প্রতিনিধি দল তাদের সাথে বাজে ভাষায় কথা বলছিল যেটা মুখে আনা যাবেনা।