হাওড়া, ১০ অক্টোবর:- মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ হয়। সোমবার উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ এর তরফ থেকে জি টি রোড উড়িয়াপাড়ার কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়।
এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে এদিন ক্ষোভে ফেটে পড়েন।