হুগলি, ১৪ জুন:- জেলা পরিষদের বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে মিছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।পুলিশ মিছিল আটকালো চুঁচুড়া আখন বাজারে। জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়া চলছে চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে।সেখান থেকে এক কিলোমিটার দূরে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। প্রার্থী ও প্রস্তাবকদের ছাড়া হয়। লকেট চট্টোপাধ্যায় বলেন, ডিসিআর হোম ডেলিভারি হচ্ছে, বিনা নির্বাচনে পঞ্চায়েত জিততে চাইছে শাসক দল অভিযোগ লকেট চট্টোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে মরিয়া তৃণমূল যে কারণে আজকে ভাঙ্গর কাকদ্বীপ বজবজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। মানুষ এবার দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়বে বিজেপিকে সমর্থন করবে।
যে দল ৩৪ বছরের বামেদের সরিয়ে দিয়েছিল তারা নিজেদের ভেতর গন্ডগোল করেই শেষ হবে। ২০১৮ সালে বহু জায়গায় মনোনয়ন দাখিল করতে দেয়নি।এবার স্বতঃস্ফূর্তভাবে বিরোধীরা মনোনয়ন জমা দিচ্ছে। যেখানে বাধা দিচ্ছে সেখানে লড়াই হচ্ছে।আর এতেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।পিসি ভাইপো ঠিক করে উঠতে পারছে না, কার লবির লোক দাঁড়াবে। যারা টিকিট পাবে না তারা এই পঞ্চায়েত নির্বাচনে সাহায্য করবে তারা তৈরি হয়ে আছে বিজেপিতে যোগদান করবে বলে। বোমা নিয়ে গাড়িতে ঘুরছে কাকে কাকে মারবে সেটা টার্গেট করে রেখেছে ওরা। জাতীয় মানবাধিকার কমিশনের এক্তিয়ার আছে যদি কোন বিপদে পড়ে তারা অভিযোগ জানায় তাহলে মানবাধিকার কমিশন আসতে পারে।কালিয়াচক থেকে কালিয়াগঞ্জ জনের দলকে বাধা দেওয়া হয়েছে।কোন মানুষ যদি আক্রান্ত হন জাতীয় মানবাধিকার কমিশনের দরজা খোলা আছে।