এই মুহূর্তে জেলা

ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা ।

সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:-  পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যোগ করার জন্য আদালতের কাছে আবেদন জানাবে হুগলি গ্রামীন পুলিশ।শুক্রবার পুলকার মালিক সামিম কে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ চারদিনের পুলিশ হেপাজতে নেয়।পুলকার চালক পবিত্র দাসের এখনো কল্যানী হাসপাতালে চিকিৎসা চলায় পুলিশ তাঁকে দফায় দফায় জিঞ্জাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                                                                                                            যদিও চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ছুটি দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।পুলিশ জানিয়েছে মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার আবেদন করা হবে।সেক্ষেত্রে কার দোষ বেশি কার কম সেটা মামলার চার্জসিটের দেওয়ার সময়ে উল্লেখ করা হবে।তবে শামিম পবিত্র কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে পুলিশ।একইসঙ্গে পুলিশ জানিয়েছে পুলকারের গতিবেগ ছিল অত্যন্ত বেশি।গাড়ির গতিবেগ যাতে বোঝা না যায় তারজন্য গাড়ির গতিবেগ মাপার কাঁটা লক করে দিয়েছিল চালক।এটা গুরুতর অপরাধ। এ দিন হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, দুর্ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯,৩৩৭,৩৩৮,৩০৮ ধারায় যথাক্রমে বেপোরায়া গাড়ি চালানো,গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে।ছাত্র মৃত্যুর পর আমরা আদালতের কাছে ধৃতদের বিরুদ্ধে ৩০৮ বদলে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার জন্য আবেদন জানাব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.