হাওড়া, ২৫ আগস্ট:- এবার উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো সদ্যোজাত এক শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউস ঘাট রোডের একটি ড্রেনের ধারে মৃত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। শিবপুর থানার পুলিশ তা উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, এদিন ১১নং কাউস ঘাট রোডের (চড়া বস্তিতে) দুটি বিল্ডিংয়ের মাঝের একটি সরু জায়গায় এক নবজাতক অজ্ঞাতপরিচয় কন্যা শিশুকে উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাক থেকে রক্ত বেরিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে এদিন পুলিশ ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে তিনি অসুস্থতার কারণে এই মুহুর্তে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সুস্থ হলে ফের তাঁকে জেরা করা হতে পারে। প্রসঙ্গত, গত সপ্তাহে ১৬ তারিখ সকালে উলুবেড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যে ঘটনায় জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারি নিয়ে ওঠে একদিক প্রশ্ন। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক এই বিষয়ে মুখ না খুললেও এলাকাবাসীদের অভিযোগ পর্যাপ্ত নজরদারির অভাব স্পষ্ট। অন্যদিকে ওই দিনই সন্ধ্যায় লিলুয়া থানা এলাকার কোনা ভেড়ির ধারে ফেলে যাওয়া নবজাতক এক শিশুকন্যাকে উদ্ধার করে কোনা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণে বাঁচায় বেলুড় রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এরপর এদিন ফের হাওড়ার নর্দমার পাশেই মৃত শিশু কন্যা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।