কলকাতা, ৩০ মার্চ:- পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হুমকি ভিডিও কাণ্ডের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে। আজ থেকে আগামী এক সপ্তাহ তার সমস্ত রকম নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই ঘটনা নিয়ে কমিশনের তলব করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে ঘটনার গুরুত্ব বিচার করে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ৩০ মার্চ সকাল ১০টা থেকে ৬ এপ্রিল রাত ৮ পর্যন্ত ওই বিধায়কের ওপর এই নিষধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময় তিনি কোনওরকম প্রচার সভা,রোড শো, মিটিং, মিছিলে অংশ নিতে পারবেন না। সংবাদমাধ্যমে কোন সাক্ষাৎকার দিতে পারবেন না। উল্লেখ্য, একটি ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ককে বিজেপি কর্মী-সমর্থকদের খোলাখুলি হুমকি দিতে শোনা যায়। সেই বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি ওই হুমকি দেন বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৪ ঘণ্টার মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করে।