এই মুহূর্তে জেলা

সিটের তদন্তে আস্থা নেই , আদালতের কাছে আবেদন করছি সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক – সালেম খান।


হাওড়া, ১৪ মার্চ:- সিটের তদন্তে আস্থা নেই। ১৪ দিনেও ছেলের খুনের সুবিচার ন্যায়বিচার পেলাম না। আদালতের কাছে আবেদন করছি সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক। সংবাদমাধ্যমকে বললেন সালেম খান। আনিসের বাবা সালেম খান বলেন, “কোর্টে আজ রায় ছিল। সেই রায়ে আমি খুশি না অখুশি আমি জানিনা। সিট এখনো পরিষ্কার করে কিছু জমা দেয়নি। সিটের উপর আমি খুশিও নই। কিন্তু পুনরায় কোর্ট আবার এক মাস সময় চাইছে সবকিছু জানানোর জন্যে রায় দেওয়ার জন্যে। দিদি বলেছিলেন, সিট গঠন করে ১৪ দিনের মধ্যে আসামী ধরে দেবেন।

আমাদের প্রশ্ন তাহলে দিদি কি তাহলে আমাদের ভুল ব্যাখ্যা দিলেন? আমার ছেলের সঠিক ন্যায়বিচার না পেলে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। যারা আমার ছেলের ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন আমি তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় নামব। আমি চাই সিবিআই তদন্ত। এরজন্য প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। কোর্টের কাছে আমি আবেদন রাখছি সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক। আমি নবান্নে যাচ্ছি না। যাবও না। সিটে’র উপরে আমি ১৪ দিন আস্থা রেখেছিলাম। দিদি যখন ১৪ দিনের মধ্যে আমার ছেলের ন্যায়বিচার সুবিচার করে দিতে পারলেন না তাহলে দিদির প্রতি আমি কি আস্থা রাখব ? সিটের উপরেই বা আর কি আস্থা থাকবে? কোর্টের উপরে আস্থা রেখেছি। কোর্টকে আবেদন করেছি এই ঘটনায় সিবিআই তদন্ত দেওয়া হোক।”