সুদীপ দাস, ২৫ মার্চ:- এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে চুরির ঘটনা, রেল পুলিশে অভিযোগ দায়ের চন্দননগরের দম্পতির। চন্দননগর সুখসনাতনতলার দম্পতি জালিম সিংহ রায় (৬৯) ও কাবেরী সিংহ রায় (৬১)। অবসরকালীন জীবনে এই দম্পতি ভারতীয় রেলে চেপে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যান। সম্প্রতি তাঁরা গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। চলতি মাসের ২২তারিখ গোয়ার মাদগাঁও স্টেশন থেকে ভাস্কো-ডা-গামা-শালিমার এক্সপ্রেসে চাপেন তাঁরা। সকাল সাড়ে ৭টায় ট্রেন ছাড়ে। পরের দিন রাতে সাড়ে দশটা নাগাদ ওই ট্রেনটির সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর কথা। কাবেরী দেবী বলেন বি-২ কামরার এসি-থ্রী টিয়ারে ৯ ও ১২ নম্বর সিট দুটিতে তাঁরা ছিলেন।
তিনি বলেন সুপার ফাস্ট ট্রেনের এসি কামরায় যে যে কেউ উঠতে পারে তা ওই ট্রেনে না থাকলে তাঁরা জানতেনই না। ২৩তারিখ ভোর তিনটে নাগাদ কাবেরী দেবীর চোখ লেগে আসে। তাঁর আগেই তিনি দেখেছিলেন এক ভিক্ষুক ওই ট্রেনে চাপেন। জালিমবাবু নিজের মানিব্যাগটি কাবেরীদেবীর মাথার সামনে রেখে বাথরুমে গিয়েছিলেন। হঠাৎ করেই পাশের একজনের চিৎকারে ঘুম ভাঙে কাবেরীদেবীর। তিনি দেখেন লোকটি ট্রেন থেকে খুরদা রোড স্টেশনে পালিয়ে যাচ্ছেন। মানিব্যাগে হাজার পাঁচেক টাকা ছিলো বলে কাবেরীদেবীর দাবী। এরপর প্রথমে ১৩৯ টোল ফ্রি নাম্বার এবং পরে কটকে রেল পুলিশে অভিযোগ দায়ের করেন দম্পতি। এক্সপ্রেস ট্রেনের এসি কামরার এই ঘটনায় হতবাক ভারতীয় রেলপ্রেমী এই দম্পতি।