এই মুহূর্তে জেলা

প্রথম বর্ষ বালি বইমেলার শুভ সূচনা।

হাওড়া, ২৫ মার্চ:- বালি বইমেলার শুভ সূচনা হলো বেলুড় শ্রীগুরু সংঘ মাঠ প্রাঙ্গণে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রথম বর্ষ বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ২৭ মার্চ অবধি প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। বালি অঞ্চলের মানুষ যাতে বইয়ের স্বাদ আবার নতুন করে পেতে পারে তারই একটা ছোট প্রচেষ্টা এই বইমেলা। বালি কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়। বইমেলার প্রধান উদ্যোক্তা বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় বলেন, “এখানে বইমেলা হোক বালির মানুষের দীর্ঘদিনের এটা একটা চাহিদা ছিল। আমাদেরও একটা ইচ্ছে ছিল বালির ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একটা বইমেলা আয়োজন করার। এই বছর থেকে ছোট করে এই বইমেলা প্রথম শুরু হলো। আশা করি সকলের সহযোগিতায় এটা চলতে থাকবে। বালিতে বইমেলা হচ্ছে এটা ভেবেই আমরা আনন্দিত। বইয়ের কোনও বিকল্প হতে পারে না সে যতই আধুনিক প্রযুক্তি আসুক না কেন। সুতরাং মানুষের হাতে বইও থাক, মোবাইলও থাক।”