কলকাতা, ২৫ মার্চ:- বালিগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী কেয়া ঘোষের স্বামী অনির্বাণ ঘোষ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর জখম এক ব্যক্তির জরুরী চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পন্ন হওয়ার ঘটনা উল্লেখ করে পেশায় চিকিৎসক ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যেটা প্রকৃত ঘটনা সেটাই উনি বলেছেন। স্বাস্থ্যসাথী প্রকল্প যে কতটা উপকারী তা যাঁরা এর সুবিধা পেয়েছেন তাঁরাই জানেন। বিজেপি প্রার্থীর স্বামী যেটা বুঝতে পেরেছেন, তাঁর স্ত্রীকেও সেটা বুঝিয়ে দিলে ভালো হয়।’’ চন্দ্রিমা ভট্টাচার্য় আরও বলেন, স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের মতো নয়। এটা সকলের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুঃখের দিনের সাথী হিসাবে এই প্রকল্প তৈরি করেছেন।