এই মুহূর্তে জেলা

লিচুবাগানে চলল গুলি , এলাকায় উত্তেজনা।

হাওড়া, ১৪মার্চ:- ভোটের দেওয়াল লেখা ও পতাকা লাগানোর সময় দক্ষিণ হাওড়ার লিচুবাগান এলাকায় উত্তেজনা। তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইকে এসে দলীয় পতাকা খুলে দেয় এবং তার বিরোধিতা করলে গুলি চালায়। ঘটনায় এক তৃণমূল কর্মীর গুলি লাগে। তাকে দক্ষিণ হাওড়া জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় শাকিল খান নামে একজনকে আটক করেছে পুলিশ। জখম ব্যক্তি বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে দেওয়াল লিখছিলাম। ৫-৬টা ছেলে বিজেপির ঝান্ডা নিয়ে বাইকে করে সেখানে আসে।

এরপর সেখানে তৃণমূলের ঝাণ্ডা ফেলে দিচ্ছিল তারা। এর প্রতিবাদ করলে তাদের মধ্যে একজন বন্দুক বার করে গুলি চালায়। কোনরকমে হাত ছুঁয়ে বেরিয়ে যায় গুলিটি। গুলির আওয়াজে এলাকার লোকেরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে সেই দুষ্কৃতীরা গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সকলেই পালিয়ে যেতে সক্ষম হলেও শাকিল নামে একজন দুষ্কৃতি স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায়। তৃণমূল করি বলে ওরা বাইরে থেকে এসে হামলা করেছে। মূলত জায়গা দখলের জন্য তারা হামলা করেছে বলে ধারণা। বিজেপিকে আমরা চাই না। এলাকায় গুন্ডামি বেড়েই চলেছে।