স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই:- আইপিএল তো বটেই, করোনা ভাইরাসের জেরে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরও নাকি দেশের বাইরে হতে পারে বলে বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানানো হয়েছে। কোন দেশে, কবে হতে পারে এই শিবির, চলবে কতদিন, সে ব্যাপারে কিছু জানান হয়নি। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আগামী দুই থেকে তিন মাস যে ভারতে ক্রিকেট চালু করা সম্ভব নয়, তা বুঝে গিয়েছে বিসিসিআই। তা বলে হাত গুটিয়ে বসে থাকাটাও তো কাজের কাজ নয়! আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিরাট কোহলিদের। সে কথা মাথায় রেখে যেনতেন প্রকারেণ টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির চালু করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ভারতে না হলে দুবাইতে এই শিবির আয়োজন করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।
বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, করোনার শঙ্কা দূরে ঠেলে অবিলম্বে ক্রিকেট শুরু করতে চাইছে বিসিসিআই। সেই লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর চালু করতে মুখিয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তারই অংশ হিসেবে সৌদি আরবের দুবাইতে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর। ছয় সপ্তাহ ধরে চলতে পারে সেই ক্যাম্প। আগামী ১৭ জুলাই অর্থাৎ শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকেই টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।