ব্যারাকপুর , ২৪ ফেব্রুয়ারি:- দার্জিলিঙ মানেই বিজেপি। বুধবার ব্যারাকপুর সাংগঠনিক জেলায় রথ যাত্রায় অংশ নিয়ে এমনটাই বললেন, সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন,মঙ্গলবার দার্জিলিঙে গিয়েছিলাম। ওখানে গিয়ে নিজের চোখে দেখে এসেছি দার্জিলিঙ মানেই বিজেপি। সবাই আপনারা ভাবেন, দার্জিলিঙ মানেই বিমল গুরুং। কিন্তু না পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে পাহাড়ের মানুষ ঠিক করে দিয়েছিলেন তারা বিজেপির সঙ্গেই থাকবেন। আজও সেখানকার মানুষ ঠিক করে আছেন তারা বিজেপির সঙ্গেই থাকবেন। তার কথায় মঙ্গলবার দার্জিলিঙে দেখলাম, আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে দেখলাম। সর্বত্রই মানুষের বিপুল সমর্থন ও আর্শিবাদ মিলেছে।
যা কল্পনাতীত। এর থেকেই বোঝা যাচ্ছে নির্বাচনের প্রাক্কালে বাংলায় চোরা স্রোত বইছে। সাংসদ এদিন পরিবর্তন যাত্রার রথ মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,আপনারা তো পরিবর্তনের পরিবর্তন করেই দিয়েছেন। ব্যারাকপুরের মানুষ সবসময়ই এগিয়ে থাকে। এখানকার মানুষ এতটাই সচেতন যে যারা জুলুমবাজি করে এবং অত্যাচার করে। সেই সরকারের বিরুদ্ধে তারা আওয়াজ তোলেন। তার দাবি ২০১৯ সালে এখানকার মানুষ ঠিক করে নিয়েছে ব্যারাকপুরের একটাও আসন তৃণমূলকে দেওয়া যাবে না। যতই পুলিশকে দিয়ে ওরা গুণ্ডামি করুক না কেন। সাংসদ ছাড়াও এদিনের পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন, বিধায়ক সুনীল সিং, শুভ্রাংশু রায়, জেলা সভাপতি রবীন্দ্র নাথ ভট্টাচার্য ,অমিতাভ রায়, কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃত্বরা।