এই মুহূর্তে কলকাতা

বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু রাজ্যের।


কলকাতা , ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত, জাতীয় সড়ক অবরোধ এর মত তার বিরুদ্ধে জারি হওয়া প্রায় ৭০ টি জামিন অযোগ্য ধারায় মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্যে বিভিন্ন আদালতে সরকারি নোটিশ পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা এখনও চলবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য পাহাড়ে একাধিক সমাজবিরোধী মূলক কাজে যুক্ত থাকায় এবং ২০১৭ সালে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা চলাকালীন ভানুভবনে হামলা চালানোর পরে তার বিরুদ্ধে দেশ দ্রোহিতার মামলা করা হয়। এরপরে তিনি দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পরে গতবছর প্রকাশ্যে এসে তৃনমূল কংগ্রেসে যোগ দেন।