হুগলি, ২৮ অক্টোবর:- বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের পম্পা নগর এলাকায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ। প্রতিবাদে জিটি রোড অবরোধ স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে এলাকায় তোলাবাজির করে যাচ্ছে স্থানীয় বড়কা নামে এক যুবক। এলাকার মানুষদের মাঝে মধ্যেই মারধর করে টাকা আদায় করে ওই যুবক। শনিবার সকালে ওই যুবক এলাকার এক ব্যক্তির থেকে তোলাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।
তবে পুলিশের ওপর আস্থা না রাখতে পেরে বিকেলে শ্রীরামপুর গদার বাগান এলাকার জিটি রোড অবরোধ করে।স্থানীয় দের অভিযোগ এর আগেও বেশ কয়েকবার পুলিশে অভিযোগ জানালে তাকে আটক করে নিয়ে গিয়েও কয়েকদিন পর সে ছাড়া পেয়ে যায়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য আজ জিটি অবরোধ করেন তারা। তাদের দাবী ওই যুবক ও তার পরিবার কে ওই এলাকায় যেন আর থাকতে না দেওয়া হয়, এবং ওই যুবক কে শাস্তি দেওয়া হোক।