এই মুহূর্তে জেলা

বালির অসুস্থ বৃদ্ধের হাসপাতালেই মৃত্যু।

হাওড়া , ২ জুন:- অসুস্থ বাবা মাকে ঘর থেকে উদ্ধার করতে আর্তি জানিয়েছিলেন মেয়ে। পুলিশ এসে পরিবারের অনুমতি নিয়ে মঙ্গলবার রাতেই ফ্ল্যাটের দরজা ভেঙে দম্পতিকে ( দীপক বল ও তাঁর স্ত্রী রাখী বল ) উদ্ধার করেন। হাসপাতালে ভর্তি করার জন্য পরিবারকে অনেকগুলি অ্যাম্বুলেন্সের নম্বর দিয়ে সাহায্য করা হয় থানা থেকে। কিন্তু অ্যাম্বুলেন্স জোগাড় করা যাচ্ছিল না। এরপর বুধবার সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ( রেড ভলেন্টিয়ার্স ) কর্মীরা এসে অ্যাম্বুলেন্সে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। যদিও হয়নি শেষরক্ষা। বৃদ্ধ দীপক বলের হাসপাতালেই মৃত্যু হয়। হাওড়ায় বালির নিমতলার এই ঘটনা ঘটে। মঙ্গলবার থেকে ফোনে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ছোট মেয়ে অমৃতা প্রথমে প্রতিবেশিদের খবর দেন।

পরে এক বাম স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে সাহায্য চান। ওই বাম সংগঠন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মঙ্গলবার রাতেই পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে বয়স্ক দম্পতিকে উদ্ধার করেন। হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া শুরু হয়। অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার কারণে এরপর বুধবার সকালে দীপকবাবুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মেয়ের দাবি, মা রাখীদেবী মানসিক রোগী। ঘরে বহুদিনের আবর্জনা জমিয়ে রাখা ওনার অভ্যাস ছিল। সেই অবস্থার মধ্যেই অস্বাস্থ্যকর পরিবেশে এরা থাকতেন। বারণ করলেও ওনারা শুনতেন না। গতকাল থেকে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি তখন সকলের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চান। সকলে এগিয়ে এলেও বাবাকে আর বাঁচানো যায়নি।