হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ ভালো ভাবেই দেখছেন অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে অধীর চৌধুরী বলেন, রাজ্য পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই বলে এত অগ্রিম কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করছে রাজ্যে। গত লোকসভা ভোটে যেভাবে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট লুট হয়েছে, ভোট করতে দেয়া হয়নি সে অভিজ্ঞতা থেকে অধীর চৌধুরী বলেন, নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব।
ফলে নির্বাচন কমিশনের ওপর তার আস্থা রয়েছে ,তবে দ্বিধাও রয়েছে নির্বাচন কমিশনের ওপর বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে অধীর বাবু বওএন, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্য বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, সততার সঙ্গে রাজনীতি করতেন জাকির হোসেন। তাঁকে সরাতে চাইছে তৃণমূলের একাংশ। সেকারণেই জাকিরের ওপর হামলা হয়েছে। অধীর বলেন, এখনো পর্যন্ত অপরাধী দের ধরা সম্ভাব হল না। চ্যালেঞ্জের সুরের অধীর চৌধুরী বলেন, তাকে 24 ঘন্টা সময় দেওয়া হোক, জাকির হোসেনের হামলাকারীদের খুঁজে বার করবেন তিনি।