স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা অবাস্তব জানিয়েছে অস্ট্রেলিয়া। করোনার কারণে এখন বিশ্বজুড়ে সংকটজনক পরিস্থিতি। সেক্ষেত্রে অক্টোবরে ১৬টি দেশ থেকে ক্রিকেটারদের আগমন একেবারেই ঝুঁকি পূর্ণ মনে করছে অস্ট্রেলিয়া। বিশ্বে এখনও অনেক দেশেই করোনা ভয়াবহ রূপে মারণ খেলা চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপ নিয়ে তাই কোনওরকম ঝুঁকি নেওয়ার পক্ষে নয় অস্ট্রেলিয়া। সেই কারণে টুর্নামেন্ট আয়োজন কঠিন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কম বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য ১৮ অক্টোবর থেকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ঢাকে কাঠি পড়ার কথা। ১৫ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল রয়েছে। কিন্তু বর্তমান কোভিড-১৯ সংকটে ক্রিকেটের হাইভোল্টেজ এই টুর্নামেন্ট হওয়া নিয়ে এখন সংশয়। ইতিমধ্যে করোনা বিপর্যয়ের জন্য অলিম্পিক, কোপা ও ইউরো কাপের আসর পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Related Articles
“যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে।
পশ্চিম মেদিনীপুর৮ মার্চ:- “যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে ।শুধু নামেই প্রতিভা রয়েছে তা নয় ।বাস্তবেও তার প্রতিভা বিচ্ছুরিত এলাকায় ।বহু সংগ্রাম করে বর্তমানে তিনি নিজে স্বনির্ভর । তবে শুধু নিজের স্বনির্ভর হলে চলবে না এলাকার মেয়েদের স্বনির্ভর করে তুলতে হবে […]
বেসরকারি গ্রন্থাগার গুলিতে বই কিনতে পাঁচ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।
কলকাতা, ২৭ জানুয়ারি:- রাজ্য সরকার বেসরকারি গ্রন্থাগারগুলির বই কেনার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষেবা উন্নয়ন এবং বই কেনার জন্য রাজ্যের বেসরকারি গ্রন্থাগারগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে কোন কোন […]
বাবুলকে ওয়েলকাম। এটা ওর বিলম্বিত বোধোদয়। মন্তব্য অরূপের।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সাংসদ বাবুল সুপ্রিয়কে দলে ওয়েলকাম জানালেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। বলেন, এটা বাবুলের বিলম্বিত বোধোদয়। বিজেপি দলে বাবুলের আসল জায়গা ছিলনা। তৃণমূলে আসায় আমি খুশি। বাবুল মধ্য হাওড়ার আবাসনে থাকে। আমার সঙ্গে ফোনে মাঝেমধ্যে কথাও হয়। আমার সবরকম সাপোর্ট থাকবে বাবুলের প্রতি। শনিবার বাবুলের যোগদান […]