এই মুহূর্তে জেলা

২৩ দফা দাবিতে হাওড়ায় বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার।

হাওড়া , ৯ আগস্ট:- কেন্দ্রের জনবিরোধী কৃষি আইন বিল, বিদ্যুতের বিল বাতিলের দাবিতে এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোট ২৩ দফা দাবিতে সোমবার ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন হাওড়া জেলাশাসকের অফিসের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় সিটু সহ বেশ কয়েকটি বাম গণসংগঠন। পুলিশ ওই আইন অমান্য কর্মসূচি আটকাতে বেশ কিছু ব্যবস্থা নেয়। এদিন বিকেলে বামফ্রন্টের দশটি সংগঠনের ডাকে ২৩ দফা দাবি নিয়ে হাওড়া জেলাশাসক অফিসের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করে।

হাওড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার গেটের সামনে ব্যারিকেড করে রাখা হয়। এছাড়া নামানো হয় বিশাল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার প্রবেশ করতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই ঘটনায় হাওড়া এম জি রোডে বেশ কিছুক্ষণ যানবাহন ব্যাহত হয়। এদিন হাওড়ার জেলাশাসকের কাছে বামফ্রন্টের তরফ থেকে স্মারকলিপি দেওয়া হয়।