এই মুহূর্তে কলকাতা

ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ২৫ নভেম্বর:- রাজ্যে জুড়ে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ জানুয়ারি মাসের দুয়ারে সরকার কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩১ জানুয়ারি শিবিরের আয়োজন করা হবে। আর দুয়ারে সরকারের যাবতীয় নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নবান্নের হিসাব বলছে গত দফায় চলতি বছরের প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে ১৬ রাজ্যের ৩ কোটি ৫৬ লক্ষেরও বেশি মানুষ যোগদান করেন। আর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া ৯১,৮৬৮ টি শিবিরে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে যে প্রকল্পটির জন্য তার নাম লক্ষ্মীর ভাণ্ডার। প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বলে জানা গেছে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জমা পড়ে ৬৫ লক্ষেরও বেশি। খাদ্যসাথী প্রকল্পে আবেদন জমা পড়ে ২৭ লক্ষেরও বেশি।

এখনও পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরের সাধারণ মানুষের অংশগ্রহণের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলার মোট জনসংখ্যার অর্ধেকই গেছেন দুয়ারে সরকার শিবিরে।এখানে মোট আবেদনকারীর সংখ্যা ৪২ লক্ষ ৪৮ হাজার ১৬২ জন। জেলায় মোট জনসংখ্যা ৮১ লক্ষ ৬১ হাজার ৯৬১ জন।, ‘দুয়ারে সরকার’-এর জনপ্রিয়তার বিচারে দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও হুগলি। আর এই তালিকায় সব শেষে রয়েছে কলকাতা। শেষ দিনের হিসাবে কলকাতায় ‘দুয়ারে সরকার’ গত ১৬ অগস্ট শুরু হয়েছিল চলতি বছরের দুয়ারে সরকারের দ্বিতীয় কর্মসূচি। গতবছর ডিসেম্বর মাসে শুরু হয় দুয়ারে সরকার প্রকল্প যা বাংলা তো বটেই দেশের প্রশাসনিক ও রাজনৈতিক জগতের নজর টেনে নিয়েছিল।