এই মুহূর্তে জেলা

সোনার মোড়কে মুড়েছে পেঁয়াজ ,আত্মরক্ষার জন্য দেহরক্ষী খন্নানে।

হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই এলাকার পিঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কররা দাসরা এখন নাওয়া-খাওয়া ভূলে রাত জেগে জমিতে পিঁয়াজ পাহারা দিতে ব্যাস্ত। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই এলাকায় বীজপেঁয়াজের চাষ শুরু হয়। যেই পেঁয়াজ মাটিতে পুঁতলে পেঁয়াজ থেকে বেরনো কলির মাথায় যে ফুল ফোটে সেই ফুল থেকেই পাওয়া বীজ দিয়ে নতুন পেঁয়াজ চারা তৈরী হয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                         সেই বীজ আমাদের রাজ্য তো বটেই রাজ্যের বাইরেও পেঁয়াজ চাষের জন্য রপ্তানী করা হয়। খন্যান এলাকায় মূলতঃ বড় সাইজের পেঁয়াজ দিয়ে উন্নত মানের বীজ তৈরী হয়। দিন দুয়েক আগে সেই পেঁয়াজ-ই জমিতে বসানো হয়েছে। যার বাজার দর বর্তমানে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা কেজি। যে হিসাবে ১ বিঘা জমিতে ২৫মোন পেঁয়াজের দাম ১লক্ষ টাকার মত পরে। এত পরিমান টাকা দিয়ে বীজ পেঁয়াজের চাষ কোনদিন করেনি এখানকার চাষী ভাইরা। পেঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কর দাসদের বক্তব্য এর আগে কোনদিন পেঁয়াজের দাম এত বাড়েনি। তাই মানুষের এই সব্জির প্রতি এত লোভ-লালসা তৈরী হয়নি । কিন্তু এবারে পেঁয়াজের বর্ধিত দাম মানুষের লোভ বাড়িয়েছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                          ফলে জমি থেকে পেঁয়াজ চুরির আশঙ্কা থাকছেই। তাই বাধ্য হয়ে আমরা রাতের ঘুম ভূলে জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছি। এত বড় জমিতে গার্ডের সংখ্যাও বাড়াতে হয় । তাই দুশো টাকা রোজে অতিরিক্ত বডিগার্ড নিতে বাধ্য হচ্ছে তাঁরা। সাধারন মানুষ কিন্তু পেঁয়াজ পাহারার ঘটনায় হতচকিত। তাঁদের বক্তব্য আজব দেশের গজব কাহানি!এতদিন নেতা-মন্ত্রীদের বর্ডিগার্ডের পয়সা আমাদের পকেট থেকে যেতো, এবারে পেঁয়াজের বর্ডিগার্ডের ভাড়াও আমাদেরকেই গুনতে হবে।

There is no slider selected or the slider was deleted.