এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় জন শুনানিতে জাতীয় মহিলা কমিশন।

হুগলি, ৬ জুন:- নারীদের উপর হওয়ায় অত্যাচার তার লিপিবদ্ধ অভিযোগ এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উপরই জন শুনানী। ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, কাউন্সিলররা।

রয়েছেন আইনজীবী, হুগলি ও হাওড়া গ্রামীন পুলিশ, চন্দননগর ও হাওড়া সিটি পুলিশ আধিকারীকরা, দুই জেলা প্রশাসনের আধিকারীক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত রয়েছেন। উত্তরপাড়া নেতাজী ভবনে শুরু হয়েছে এই জন শুনানি। মোট ৫৮ টা কেসের শুনানি হবে আজ।