হুগলি, ৬ জুন:- ডানকুনিতে জাতীয় কংগ্রেসের কার্যলয়ে দুষ্কৃতী তান্ডব। ভাঙা হয়েছে দলীয় কার্যালয়, পোড়ানো হয়েছে দলীয় পতাকা, দলীয় প্রতীকী চিহ্নে লেপে দেওয়া হয়েছে চুন। ঘটনায় ক্ষুদ্ধ ডানকুনির জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা। বছর কুড়ি আগে ডানকুনি পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাঁতারা পাড়া এলাকায় নির্মাণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়।
অভিযোগ গত কাল রাতে একদল দুষ্কৃতী তান্ডব চালায় ওই দলীয় কার্যালয়ে।আরো অভিযোগ পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ইতি মধ্যেই ডানকুনি থানায় অভিযোগ জানিয়েছেন ডানকুনির কংগ্রেস নেতৃত্ব। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডানকুনি থানার পুলিশ।