প্রদীপ সাঁতরা,৪ ফেব্রুয়ারি:- পকেটমার সন্দেহে কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে ৬ জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকে কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। গতকাল মেলা চলা কালীন সন্দেহ জনক ভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন সাদা পোশাকের পুলিশরা। সেইমতো তাকে নজরে রাখছিল। এর পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা এই বই মেলায় মোবাইল ও ব্যাগ ছিনতাই ও পকেট মারের জন্য জড়ো হয়েছিল। সেই মতো ওই অভিযুক্ত জানায় তাদের সাথে আরো অনেকে আছে এবং তারা বই মেলায় রয়েছে। এই খবর পেয়ে পুলিশ তাকে নিয়ে বই মেলায় তল্লাশি চালিয়ে আরো পাঁচ জনকে আটক করে। এরা প্রত্যেকে মল্লিকপুর,বাড়ুইপুর,তপসিয়া এলাকার বাসিন্দা। পুলিশ আরো জানিয়েছে পুলিশের কাছে খবর রয়েছে, কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এখনো পর্যন্ত প্রায় ২০ জন পকেটমার রয়েছে। তাই করা নজরদারিতে রেখেছে কলকাতা আন্তর্জাতিক বই মেলাকে।