এই মুহূর্তে জেলা

মহাসমারোহে পালিত হচ্ছে শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজো।

তরুণ মুখোপাধ্যায়, ২৯ মার্চ:- বুধবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা। এদিন সকাল থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি গুলিতে চলছে মা অন্নপূর্ণার অর্চনা। কথিত আছে যে গৃহে মা অন্নপূর্ণার পূজা হয় সেই বাড়িতে কোনদিন অন্নের অভাব হয় না। অন্নপূর্ণার পুজোর অন্যতম রীতি দুপুরের মানুষকে দেবী অন্নপূর্ণার প্রসাদ পরিবেশন করা। এদিন শেওড়াফুলি ১০ নম্বর ওয়ার্ডে ঘোষ বাড়িতে মহাসমারোহে মা অন্নপূর্ণার অর্চনা শুরু হয় সকাল থেকে।

অত্যন্ত শ্রদ্ধা ভরে দলে দলে মানুষ ঘোষ বাড়িতে এসে মাকে দর্শন করেছেন মায়ের পায়ে অঞ্জলি দিয়েছেন। দুপুরে বেশ কয়েক হাজার মানুষ মা অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করেছেন। এই বাড়ীর কর্তা সমীর ঘোষ সুবীর ঘোষ এবং প্রবীর ঘোষ জানালেন বিগত ১০ বছর ধরে আমরা নিষ্ঠা ভরে মা অন্নপূর্ণার আরাধনা করে আসছি এবং প্রতিবছর এই দিনটিতে আমরা সপরিবারে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী সকলে মিলে একসঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করি।