এই মুহূর্তে জেলা

চরিত্রের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন ট্যাক্সির যাত্রী।

হাওড়া , ১৫ জানুয়ারি: চরিত্র যাদব। পেশায় ট্যাক্সি চালক। তাঁর গাড়িতেই ব্যাগ ফেলে রেখে নেমে গিয়েছিলেন এক যাত্রী। ব্যাগের মধ্যে ছিল এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র। ট্যাক্সিচালক চরিত্র নিজেই উদ্যোগ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যাগ ফিরিয়ে দিয়েছেন যাত্রীর কাছে। চরিত্রের চারিত্রিক সততার তারিফ করেছেন সেই যাত্রীও। ট্যাক্সি চালকের সততায় ট্যাক্সির যাত্রী ফেরত পেয়েছেন তাঁর খোয়া যাওয়া ব্যাগ। শুক্রবার খোয়া যাওয়া ব্যাগ ফেরত দিয়ে যান ট্যাক্সিচালক চরিত্র যাদব। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর পাঁচটা নাগাদ রোহিত লালানি নামের এক ব্যক্তি হাওড়া স্টেশন থেকে একটি প্রিপেইড ট্যাক্সি ভাড়া করেন। তিনি নিউ আলিপুরের দিকে যাচ্ছিলেন। ট্যাক্সি থেকে নামার পর তাঁর খেয়াল হয় ভুলবশত ট্যাক্সিতে তার ব্যাগটি ফেলে চলে এসেছেন। সেই ব্যাগে তাঁর কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, এটিএম কার্ড প্রভৃতি দরকারি জিনিসপত্র ছিল।

এরপর তিনি খোঁজাখুঁজি শুরু করেন। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের সঙ্গে তিনি যোগাযোগ করেন। এরপর বেলা প্রায় দশটা নাগাদ সেই ট্যাক্সি চালক নিজেই হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের অফিসে চলে আসেন। সেখানে তিনি তাঁর গাড়ি থেকে পাওয়া ব্যাগটি পুলিশের হাতে তুলে দেন। সেই ব্যাগটি পেয়ে পুলিশ যোগাযোগ করে ব্যাগের মালিক রোহিতের সঙ্গে। তাঁকে পুলিশ অফিসে ডেকে পাঠায়। এরপর উপযুক্ত প্রমাণ দেখে তাঁর হাতে তুলে দেওয়া হয় খোয়া যাওয়া ব্যাগটি। উল্লেখ্য, এর আগেও ট্যাক্সি থেকে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হলেও তা পুলিশের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবার অবশ্য তা উদ্ধার হয়েছে ট্যাক্সি চালকের সততায়।