এই মুহূর্তে কলকাতা

অপেক্ষার অবসান, ১৩ ফেব্রুয়ারি থেকে কলকাতায় খুলছে নতুন মেট্রো রুট।


 

প্রদীপ সাঁতরা৪ ফেব্রুয়ারি:- কথা ছিল বড়দিনের আগেই শুরু হয়ে যাবে কলকাতা মেট্রোর নতুন রুট। আগে না হলেও বড়দিনের পরেই খুলে যাচ্ছে নতুন মেট্রো রুট। ইস্ট ওয়েস্ট মেট্রো। ১৩ ফেব্রুয়ারি থেকে সেক্টর ফাইফ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চালু হবে মেট্রো চলাচল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল। প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত রুটেই চালু হবে মেট্রো রেল। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে। মোট ৬টি স্টেশনে চলবে এটি। ১৩ তারিখ হবে শুভ সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। থাকতে পারেন বাবুল সুপ্রিয়ও।

There is no slider selected or the slider was deleted.

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের জন্য ৩ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পথের কাজ প্রায় শেষের পথে। কিছু কিছু জায়গায় কাজ বাকি থাকলেও সেটা শীঘ্রই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত ছোট রুটেই চালু হচ্ছে এই রেল পরিষেবা। সবরকম ছাড়পত্র পাওয়ার পরেই পুরো রুট খুলে দেওয়া হবে। খুব শীঘ্রই এই রুটে স্বয়ংক্রিয় মেট্রো রেকও চালানো হবে। তার পরীক্ষাও হয়ে গিয়েছে। কিন্তু পুরোপুরি ছাড়পত্র না মিললে এখনই সেটা চালু করা যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের পুরোটাতেই স্বয়ংক্রিয় রেক চালানোর পরিকল্পনা রয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.