এই মুহূর্তে জেলা

ডানকুনিতে রাজীবের জবাব কল্যাণের।

চিরঞ্জিত ঘোষ, ১ মার্চ:- বাংলার মেয়েকে চাই ব্যানারকে সামনে রেখে ডানকুনিতে জনসভা করলেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। দুদিন আগে ডানকুনিতে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি এবং রাজীব বন্দোপাধ্যায়। সেই জনসভা থেকে রাজীব বন্দোপাধ্যায় শ্রীরাপুরের সাংসদ কল্যান ব্যানার্জীকে আক্রমন করে বলেন আমি ছিলাম বলে কল্যান ব্যানার্জী টিকিট পেয়েছিলেন এবং জিতেছিলেন। সোমবার তৃনমূলের জনসভা থেকে নাম না করে জবাব দিলেন কল্যান ব্যানার্জী। তিনি বলেন কোন একটি মামলায় তার হয়ে লড়ার জন্য পাঁয়ে ধরেছিল সেই বিজেপিতে যাওয়া বেইমান নেতা। বিধানসভা ভোটের আগে শাসক বিরোধী নেতাদের কথার ফুলঝুরি আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিনের সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, জেলা সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের নেতৃবৃন্দ।