এই মুহূর্তে জেলা

লিলুয়া-কান্ডে ধৃত যুবককে তোলা হল আদালতে। রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ধারাল অস্ত্র।

 

হাওড়া,১৯ ফেব্রুয়ারি:-  মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় জনবহুল বাজারে ঢুকে ধারাল অস্ত্র হাতে তান্ডব চালায় এক যুবক। আচমকা ওই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজন জখম হন। এদের মধ্যে একজন গুরুতর জখম অবস্থায় শিবপুরের জৈন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ছুরি হাতে তান্ডব চালায় এক যুবক। পুলিশ জানায়, তার পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন। ধৃত যুবক নিজেকে হেনরি অ্যান্টনি বলে পরিচয় দেয়। বাজার চত্বরে ওই ঘটনায় বেশ কয়েকজন ছুরির আঘাতে জখম হন। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। কোনমতে তাকে ধরে লিলুয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আতঙ্কিত এলাকাবাসী দাবি করেন অভিযুক্ত যুবককে উপযুক্ত শাস্তি দিতে হবে। হাওড়া সিটি পুলিশের ডিসি (নর্থ) অংশুমান সাহা জানিয়েছেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                 মানসিক ভারসাম্যহীন ওই যুবককে রাতেই গ্রেফতার করা হয়। সে জানিয়েছে তার নাম হেনরি অ্যান্টনি। তবে কি কারণে সে এই ঘটনা ঘটালে তা জানার চেষ্টা হচ্ছে। ধৃতকে মেডিকেল বোর্ডে প্লেস করে মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রাতেই ভিকি সাউ নামের লিলুয়ার এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, হেনরি অ্যান্টনি নামের ওই যুবক প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তারপর ছুরি নিয়ে তান্ডব চালায়। ধৃতের বিরুদ্ধে ৩৪১/৩২৬/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ডিসি (নর্থ) অংশুমান সাহা এক সাংবাদিক বৈঠকে জানান, ধৃত অ্যান্টনির পরিবার উচ্চশিক্ষিত। তার বাবা মা দুজনেই শিক্ষক। অ্যান্টনি চাকরি সূত্রে অন্য রাজ্যে ছিল। সেই কাজ চলে যাবার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।পরিবারের দাবি অ্যান্টনির চিকিৎসা চলছিল। ধৃতের বিরুদ্ধে মেডিকেল বোর্ড বসানোর জন্য এদিন আদালতের কাছে আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.