এই মুহূর্তে জেলা

রাস্তার বেহাল দশা, সাড়াইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের।

হুগলি, ১৯ জুন:- দীর্ঘদিন ধরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের চাপসরা বড়সাঁকোর কাছে বেহাল দশা। বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। একাধিকবার ওপর থেকে রাস্তায় প্রলেপ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দুদিন যেতে না যেতেই রাস্তায় ওপরের পিচ উঠে কঙ্কাল সার অবস্থায় এসে পৌঁছায়।

প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আজ সকালেও একটি টোটো উল্টে যায় বলে দাবি স্থানীয়দের। দুপুর গড়াতেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। প্রায় এক ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চলছে অবরোধ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।