এই মুহূর্তে জেলা

ঘরছাড়া বিজেপি কর্মীদের সুস্থ জীবনে ফেরাতে উদ্যোগ নিলেন পুরশুরার বিধায়ক।


আরামবাগ , ১৫ মে:- ভোট পরবর্তী হিংসার জেড়ে হুগলি জেলার পুড়শুড়া বিধানসভা এখনও থমথমে এলাকা। বিভিন্ন বহু রাজনৈতিক দলের কর্নীরা ঘর ছাড়া। বিশেষ করে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর থেকে শুরু করে ঘর ছাড়া হয়ে আছে। এদিন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ ঘর ছাড়া বিজেপি কর্মীদের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে উদ্যোগ নিলেন। এদিন তিনি পুড়শুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার পাশাপাশি ঘরে ফেরানোর জন্য উদ্যোগ নেন। জানা গিয়েছে পুড়শুড়ার বিধায়ক নিজস্ব সিকিউরিটি নিয়ে এলাকায় যান।

বিজেপি কর্মীদের ভাঙ্গচুর হওয়া ঘর গুলি সরজমিনে দেখার পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সাথে কথা বলেন। এই বিষয়ে বিজেপি নেতা তথা পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, পুড়শুড়ায় শান্তি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।আমাদের আক্রান্ত কর্মীরা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বসবাস করতে পারেন সেই বিষয়ে উদ্যোগ নিতেই এলাকা পরিদর্শন চলছে।আশা করি কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সবমিলিয়ে এদিন পুড়শুড়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দেখা গেলো পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষকে।