হুগলি, ১৯ জুন:- সেমিনারে ৭৭ জন যোগদেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছেন। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। দেশের বেশ কয়েকটি কলেজ রাজ্যের কলেজগুলো থেকে গবেষণা পত্র উপস্থাপিত হয়। ভারতবর্ষ স্বাধীন হবার পর নারী ক্ষমতায়ন হয়েছেন। রাজ্য তথা দেশের ভার সামলাচ্ছেন নারীরা। দেশ এগিয়ে চলার পিছনে নারীদের অবদান সমান তালে রয়েছে। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনা বাহিনীর মুখ হয়ে দেখা দিয়েছেন দু জন মহিলা। ঘরে বাইরে এমনকি যুদ্ধ ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকছে না।
এমন একটা সময়ে খুব প্রাসঙ্গিক এই আন্তর্জাতিক সেমিনার। খলিসানী মহাবিদ্যালয় অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে দেশ তথা বিশ্বে আলোচনা চলছে। আসলে নারীর ক্ষমতায়ন কোথায় কোথায় হয়েছে কোথায় বাধা আছে সমস্যাগুলোই বা কি? এই বিষয়ে গবেষক অধ্যাপক অধ্যাপিকারা আলোকপাত করছেন। সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে সেমিনারে দুইদিন ধরেই আলোচনা চলবে। টেকনিক্যাল সেশনে ৬৫ টি গবেষণা পত্র উপস্থাপিত হবে।