এই মুহূর্তে জেলা

মোদি-শাহকে চাঁচাছোলা আক্রমন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

হুগলি, ২১ জুন:- শ্রীরামপুরে আজ সন্ধায় এক সভায় সাংসদ বলেন, পহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। চারজন জঙ্গি হাঁটতে হাঁটতে এসে পর্যটকদের গুলি করে মেরে দিয়ে চলে গেল। কোথায় ছিল সিআইএসএফ পিএসএফ আর্মি? ভারতবর্ষ এর আগে এত অপদার্থ প্রধানমন্ত্রী দেখেনি। এখন নিজের নাম জাহির করছেন। বললেন সংঘর্ষ বিরতি হয়েছে। ৪৫ দিন কেটে গেছে। তাহলে কি যুদ্ধ শেষ। বলেছিলেন ঘরমে ঘুসকে মারেঙ্গে।আমরাও চাই আপনি ঘর মে ঘুসকে মারুন। কিন্তু তার আগে জবাব দিন পাহেল গামের ঘটনা কেন ঘটলো। যুদ্ধ শুরু হওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলকে আপনি ডেকেছিলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী নেতা নেত্রীরা সকলেই বলেছিল আমরা আপনার সঙ্গে রয়েছি। গোটা ভারতবর্ষের মানুষ বলেছিল আপনার রয়েছি। আমরা যখন ভাবছি এবার পাকিস্তানকে জবরদস্ত জবাব দেওয়া যাবে। পাক অধিকৃত ভারতবর্ষের কাশ্মীর রিকভারি করা যাবে। আপনি হঠাৎ করে সিস ফায়ার করে দিলেন। ৮০-৮৫ রান হয়ে গেছে আর কয়েকটা রান হলে সেঞ্চুরি হবে। সেই সময় কেউ ইনিংস ডিক্লেয়ার করে। ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে এবার সেঞ্চুরি। পাকিস্তানকে এবার উড়িয়ে দেবো পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেব।

আজও পর্যন্ত কেন নরেন্দ্র মোদী আপনি বললেন না ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছিল সেটা ভুল। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে পোস্ট করে যখন বলল তার জন্যই সিস ফারায় হয়েছে। আপনি কেন এক্সে পোস্ট করে বললেন না এটা মিথ্যা। বিরোধী দলের প্রতিনিধিদের আপনি বিদেশে পাঠালেন। কারণ তারা গিয়ে যখন সেখানে বলবে মানুষ বুঝবে বিরোধী এমপিরা যখন বলছে তাহলে নরেন্দ্র মোদি যে ব্যবস্থা নিয়েছেন সেটা ঠিক। বিদেশ ভ্রমন করিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করলেন। কারন আপনার মুখ দেখানোর উপায় ছিল না। আসলে নির্বাচন এলেই যুদ্ধ যুদ্ধ খেলা চলে। বিহারে নির্বাচন আসছে এরপর পশ্চিমবঙ্গের নির্বাচন আসবে আবার যুদ্ধ যুদ্ধ নাটক হবে। সিমপ্যাথি নেওয়ার জন্য। অমিত শা আপনি বললেন ইংরেজি বলতে লজ্জা পাবে আগামী প্রজন্ম। আপনার ছেলে জয় শাকে পরাননি কেন হিন্দি মিডিয়ামে। আপনার নাতিরা কোন মিডিয়ামে পরে। আপনি বললেন শুধু হিন্দি তা তো হয়না। সব ভাষাকে শ্রদ্ধা সম্মান করতে হবে। আমি কি খাবো কি পড়বো কোন ভাষায় কথা বলব সেটা আমার নিজস্ব ব্যাপার। আপনার ছেলে ফরেনে যাবে আর দেশের সাধারণ মানুষের ছেলেরা তাহলে কি করবে।