হাওড়া, ২৩ মার্চ:- গরিব মানুষকে কেন্দ্রের বিভিন্ন যোজনার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সেইসব প্রকল্পের টাকা তৃণমূলের নেতারা চুরি করে পকেটে পুরে নিচ্ছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এত বড় বিপর্যয় হল অথচ এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক মনোজ তিওয়ারি তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। মন্ত্রী অরূপ রায় এই এলাকায় ক্রিমিনালদের চাষ করেন বলে অভিযোগ বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষের।
তিনি রবিবার দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বিপর্যস্ত এলাকায় এসে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৩ সালে শেষবার হাওড়া পুরসভায় নির্বাচন হয়েছিল। তারপর থেকে আর হাওড়ায় পুর নির্বাচন হয়নি। এরাজ্যের পুলিশ ট্রান্সফারের ভয়ে আর প্রমোশনের লোভে এদের কথা শুনে চলছে। দলদাস হয়ে কাজ করছে।