এই মুহূর্তে জেলা

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই, চাঞ্চল্য বাঁশবেরিয়ায়।


হুগলি, ২৪ আগস্ট:- জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজিন্দার ভগৎ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা কানাই ভগতের দুই ছেলে সিকেন্দার ও রাজিন্দার। দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমির ভাগ পাওয়া নিয়ে অশান্তি চলছিল। এ দিন সকালে সেই নিয়ে বিবাদ চরমে পৌঁছয়।

সিকান্দার ধারালো অস্ত্র দিয়ে রাজিন্দারের গলায় কোপ মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজিন্দার। খবর পেয়ে পুলিশ এসে রাজিন্দারকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সিকান্দারকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে।