এই মুহূর্তে কলকাতা

হাসপাতাল বা নার্সিংহোম কোনো অবস্থাতেই স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না।


কলকাতা, ৪ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে সরকারের কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। বিধানসভায় আজ এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন। হাসপাতাল বা নার্সিংহোম কোনো অবস্থাতেই স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না। এধরনের অভিযোগের ক্ষেত্রে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছেন এই সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ কমিশন গড়া হয়েছে। কমিশন ৬৩ টি অভিযোগের নিষ্পত্তি করেছে। তাদের সুপারিশ মোতাবেক ৫৫ টি হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান গুলিকে মোট ৪ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান এপর্যন্ত রাজ্যের ৮ কোটি ৭ লক্ষের বেশি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন। l ২ কোটি ৪৪ লক্ষ ৭১ হাজার ৫৫৯ পরিবার স্বাস্থ্যসাথী তালিকায় এসেছেন। রাজ্য এই প্রকল্পে অর্থ ব্যয় করেছে ৮ হাজার কোটি টাকার বেশি। অন্য এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটেছে। জেলায় জেলায় হাসপাতাল গুলিকে আধুনিকীকরণ করা হয়েছে। সব জেলা হাসপাতালে আই সি ইউ কেয়ার এর ব্যবস্থা করা হয়েছে। সমস্ত জেলাতেই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে।