এই মুহূর্তে জেলা

বিশ্ব জল দিবসে পানীয় জলের গুরুত্ব বোঝাতেই উত্তরপাড়ায় ২৪ ঘন্টা জল পরিসেবা।

হুগলি, ২২ মার্চ:- আজ বিশ্ব জল দিবস। এই সারা পৃথিবীতে জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ এই দিনটি প্রতিবছর বার্ষিকভাবে উদযাপিত করার একটি দিন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভায় এই ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। জাতিসংঘের সদস্য দেশগুলি এই দিনটিকে নিজ নিজ রাষ্ট্রসীমার মধ্যে জাতিসংঘের জলসম্পদ সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাবগুলির প্রতি মনোনিবেশের দিন হিসেবে উৎসর্গ করেন। প্রতি বছর বিশ্ব জল দিবস উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার যে কোনো একটি বিশেষ কর্মসূচি পালন করে থাকে। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ-জল বিশ্ব জল দিবসের থিম, বার্তা ও প্রধান সংস্থা নির্বাচনের দায়িত্বে রয়েছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও পরিশুদ্ধ জল ও জলসম্পদ রক্ষা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিন বিশেষ কর্মসূচির আয়োজন করেন। ২০০৩, ২০০৬ ও ২০০৯ সালে জাতিসংঘ বিশ্ব জল উন্নয়ন প্রতিবেদন বিশ্ব জল দিবসেই প্রকাশ করা হয়েছে। বিশ্ব জল দিবসে বার্তা এটাই জল নষ্ট করবেন না আপনারা। আর এই বিশ্ব জল দিবসের দিনে হুগলীর উত্তরপাড়া কোতরং পৌরসভা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই পুরসভায় আজ থেকে প্রায় একশো বছর আগে এই শহরের এক স্মরণীয় বিশেষ ব্যক্তি রাজা জোৎকুমার মুখোপাধ্যায় অনুভব করেছিলেন যে আগামীদিনে এই শহরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রয়োজয়ীনতা খুব। তিনি সেই প্ল্যান্ট ব্রিটিশ দের সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে ছোটো আকারে তৈরি করেন। আজ রাজা জ্যো‌ৎ কুমার মুখোপাধ্যায় এর স্বপ্ন সার্থক হয়েছে।

রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় বাংলার সর্ব বৃহৎ জল প্রকল্প যা কে এম ডি এর তত্ত্বাবধানে সমাপ্ত হয়েছে এই পৌরসভা অঞ্চলের মধ্যেই। ইতিমধ্যেই এই পুরসভা ১৯ টি ওয়ার্ডে ২৪ ঘন্টা জল সরবরাহের ব্যবস্থা করেছে প্রতি ঘরে ঘরে। যা বাংলার আর কোনও পুরসভায় করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। আর তাই এই বিশ্ব জল দিবস উপলক্ষে জল সংরক্ষণ এবং সুচারুভাবে জল ব্যবহার করার আবেদন নিয়েই রাস্তায় নামল হুগলীর উত্তরপাড়া পুরসভা। পদযাত্রা, নাচ, গান আর বক্তৃতার মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হলো। পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এই দিনটি আজ সারা বিশ্বেই জল দিবস হিসেবে পালন করা হচ্ছে। আর আমরাও এই শহরে ২৪ ঘন্টা জল সরবরাহ করে সেই পানীয় জলের ব্যবহারের গুরুত্ব বোঝাতে ও জল অপচয় না করার আবেদন জানাচ্ছি শহরের নাগরিকদের কাছে। আমরা গর্বিত এইদিনটি পালন করতে পারে। আজ একশো বছর। আগে যে স্বপ্ন দেখেছিলেন রাজা জোৎকুমার। সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে।