এই মুহূর্তে জেলা

প্রতিবন্ধকতাকে জয় করে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন শীতলকুচির কার্ত্তিক।

 

 কোচবিহার,১৩ ফেব্রুয়ারি:-  দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন  কার্ত্তিক চক্রবতী। শীতলকুচির গোসাইরহাট বাজার লাগোয়া নিজ বাড়ীতে বেসরকারি মিউজিক কলেজ খুলে এলাকার কচিকাচাদের বিনা বেতনে তবলা, খোল, রবীন্দ্র সঙ্গীত, হারমোনিয়াম, শিখিয়ে যাচ্ছেন। জীবনে অনেক বাধা বিপওিকে তোয়াক্কা না করে সমাজকে নিজের ভেবে সেবার কাজ , সমাজের উন্নতি করনে  যে কাজ তিনি করছেন তা চোখে পড়ার মতো। তার শিক্ষায় শিক্ষিত হয়ে সঙ্গীত জগতে অনেকে প্রতিভা কুড়িয়েছে। এদিন এবিষয়ে  কার্ত্তিক চক্রবতী বলেন, যারা আমার ছাত্র আজ তারা অনেকে প্রতিষ্ঠিত। এটাই আমার কাছে গর্বের। তার আক্ষেপ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোন সরকারি বা বেসরকারি কোন সাহায্য তিনি পান নি। তিনি আরও বলেন, তিনি না থাকলে স্কুলের কি হবে তা ভাবলে চোখে জল আসে। তিনি চান সরকারি ভাবে কোন সাহায্য পেলে স্কুলটি ও স্কুলের ছাএ ছাএী ও সমাজের পিছিয়ে পড়া শিক্ষাথীরা আরো ভালো করবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.